Hollow Fiber Membrane Technology
Showing all 5 results
সুস্থভাবে বেঁচে থাকতে হলে বিশুদ্ধ পানি পান করতে হবে। আর বিশুদ্ধ পানির জন্য RO Water Purifier খুব জনপ্রিয়। কিন্তু এই RO Water Purifier এর পানি কি আমাদের জন্য নিরাপদ?
না !!
RO Water Purifier পানি বিশুদ্ধ করতে গিয়ে পানিতে থাকা যাবতীয় মিনারেল রিমুভ করে পানিকে ডি-মিনারেল করে দেয়।
WHO – Health Risk From Drinking De-Mineralised Water নিয়ে একটা প্রতিবেদন প্রকাশ করে। উক্ত প্রতিবেদনে ৬৫টি রিসার্চের উপর করা হয়েছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে যে , De-Mineralised or Low TDS Water দীর্ঘমেয়াদে পান করলে আমাদের শরীরের ইলেক্ট্রোলাইটের imbalance হয়।
ইলেক্ট্রোলাইট হচ্ছে এমন কিছু আয়ন যা আমাদের স্নায়ু ও শরীরের অর্গান সমূহ সকল কার্যক্রম সুষ্ঠভাবে সম্পন্ন করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, Low Mineral Water যখন আমরা পানি পান করি তখন আমাদের পরিপাক তন্ত্রে প্রথমে শরীরের গচ্ছিত নিজস্ব ইলেক্ট্রোলাইট দিয়ে সেটাকে Mineralize করে, এতে করে শরীরের Electrolight imbalance হয়ে যায়।
Low TDS পানিতে স্বাভাবিক ভাবেই ক্যালসিয়াম,ম্যাগনেসিয়াম,পটা্নেশিয়া, ফসফরাস, এবং অন্যন্য গুরুত্বপূর্ণ Microelements গুলো কম থাকে, তাই এই পানি দীর্ঘ মেয়াদে পান করলে Cardiovascular disease (CVD), Sudden Death, Motor Neuronal disease এবং কোন কোন ক্ষেত্রে Cancer পর্যন্ত হতে পারে।
WHO – এর উক্ত রিপোর্টে একাধিক গবেষনায় মানুষ ও ইঁদুরের উপর পরীক্ষা চালানো হয়েছে, যাতে দেখা গেছে নিয়মিত পুষ্টিকর খাবার খাওয়া সত্ত্বেও শুধু মাত্র Low Mineral পানি খাবার কারণে শরীরে ইলেক্ট্রলাইটের ইমব্যলেন্স ঘটেছে।
তাহলে প্রশ্ন করতে পারেন আপনার জন্য কোন ওয়াটার পিউরিফায়ার প্রয়োজন??
যদি TDS 500 এর নিচে হয় তাহলে আপনি হলো ফাইবার মেমব্রেন (Hollow fiver membrane) ও UV(Ultraviolet) ওয়াটার পিউরিফায়ার নিতে পারেন। Hollow fiver membrane অনেকটা গাছের টিস্যুগুলো মাটি থেকে বিশুদ্ধ পানি গ্রহণ করার মতোই।
এতে করে এই পদ্ধতি আপনাকে দিবে শতভাগ বিশুদ্ধ ও নিরাপদ পানি।
আর একটা মানসম্মত (Ultraviolet) এড করতে পারেন। একটা মানসম্মত (Ultraviolet) ফুটানো পানির চেয়ে ২০০০০ গুন বেশি কার্যকরী।
সিটি ওয়াটার পিউরিফায়ার বাংলাদেশে প্রথম নিয়ে এলো হলো ফাইবার মেমব্রেন টেকনোলজি।
HFM টেকনোলজি অনেকটা গাছের টিস্যুগুলো মাটি থেকে বিশুদ্ধ পানি গ্রহণ করার মতোই।এই মেশিন পানি বিশুদ্ধ করতে বিদ্যুৎ এর প্রয়োজন হয় না।
আরো বেশি নিরাপত্তা চাইলে একটা UV সিস্টেম বা আল্ট্রাভায়োলেট রে ব্যবহার করতে পারেন একটা মানসম্মত UV ফুটানো পানির চেয়ে 20 হাজার গুণ বেশি কার্যকরী।
আসুন আমরা এইবার HFM টেকনোলোজির প্রোডাক্ট গুলো দেখে নিয়ঃ
এই water purifier এ কোন ধরনের বিদ্যুতের প্রয়োজন হয় না তাই বাড়তি বিদ্যুৎ বিলের খরচ নাই এবং ইলেকট্রিক পার্টস নষ্ট হওয়ার মতো ঝামেলায় পড়তে হবে না, সরাসরি পানির লাইনের সাথে সংযোগ করে দিলেই হবে আপনি নিজেই এ মেশিন ইনস্টলেশন করতে পারবেন এবং নিজেই নিয়মিত ফিল্টার চেঞ্জ করতে পারবেন।
আপনারা জানেন আমাদের প্রতিটি প্রোডাক্ট ই ইউনিভার্সাল বা কমন সাইজ তাই আপনি সব জায়গায় পাবেন এবং সহজে রিফিল ফিল্টার চেঞ্জ করতে পারবেন।
তাছাড়াও আমাদের কাস্টমার সাপোর্ট সার্ভিস সফটওয়্যার এর মাধ্যমে আপনাদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করি।
বাংলাদেশে আমরাই প্রথম PURITY CHALLENGE দিচ্ছি। আমাদের সরবরাহকৃত মেশিনের পানি icddrb,buet,science lab থেকে টেস্ট করে কোনো ধরনের কোনো ব্যাকটেরিয়ার উপস্থিতি থাকলে টাকা ফেরত!
তাই আপনি ও আপনার পরিবারের সুস্থতায় আজই ফোন করুন +8801616701701